News,বিদ্যালয়ে গমনাগমন


 শিক্ষক এর আইডি কার্ড












@বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম বন্ধ রাখা প্রসঙ্গে@
###২০-০৯-২০২২###

                এতদ্বারা নিতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আখেরী চাহার সোম্বা, সংরক্ষিত ছুটি, সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) এবং শুভ মহালয়া উপলক্ষ্যে আগামীকাল ২১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর, ২০২২ খ্রিঃ তারিখ রোজ রবিবার পর্যন্ত মোট ৫ দিন অত্র বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।  

                আগামী ২৬ সেপ্টেম্বর, ২০২২ খ্রিঃ তারিখ রোজ সোমবার হতে বিদ্যালয়ের কার্যক্রম পুনরায় যথারীতি চালু থাকবে। 

                                                     ধন্যবাদান্তে - 
                                            মো আকবর আলি 
                                              প্রধান শিক্ষক
                                               
                                            

@@@@নোটিশ @@@@
###০৬-০৮-২০২২###
(১০ই মহররম) ,৯ আগস্ট ২০২২ রোজ মঙ্গলবার পবিত্র আশুরা উপলক্ষে বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে,১০ ই আগস্ট যথা সময়েই চলবে !!!! 

সকল শিক্ষক ও শিক্ষার্থীদের কে  নির্ধারিত সময়ে বিদ্যালয় তে উপস্থিত থাকার জন্য ও নির্ধারিত সময়ে শ্রেণী পাঠদান কার্যক্রম অব্যাহত রাখতে অনুরোধ করা হল 

No comments:

Post a Comment

Thank you for your connection to me....